একাধিকবার শারীরিকভাবে আঘাতের শিকার হয়েছি : পরীমনি

একাধিকবার শারীরিকভাবে আঘাতের শিকার হয়েছেন পরীমনি, এমনটাই ফেসবুকে জানিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেত্রী।
রবিবার বিকেলে ফেসবুক হ্যান্ডেলে দুজনের আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে এসব বলেন পরীমনি।
পরীমনি বলেন, ‘একটা সম্পর্কে পুরোপুরি সিরিয়াস বা খুব করে না চাইলে একটা মেয়ে বাচ্চা নেওয়ার মতো এত বড় সিদ্ধান্ত নিতে পারে না কখনোই। আমার জীবনের সবটুকু চেষ্টা যখন এই সম্পর্কটাকে ঠিকঠাক টিকিয়ে রাখা, তখনই আমাকে পেয়ে বসা হলো।