মাধ্যমিকে ৩ লাখ শিক্ষকের প্রশিক্ষণ

আপডেট: January 6, 2023 |
print news

নতুন শিক্ষাক্রমে পাঠদান বিষয়ে মাধ্যমিকের শিক্ষকদের জন্য পাঁচ দিনের প্রশিক্ষণ শুরু হচ্ছে শুক্রবার। সারাদেশে ২ লাখ ৮০ হাজার শিক্ষক এ প্রশিক্ষণে অংশ নেবেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) অধ্যাপক ড. প্রবীর কুমার ভট্টাচায্য সই করা বিজ্ঞপ্তিতে প্রশিক্ষণের দিন ও সময় জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৬ জানুয়ারি শিক্ষকদের প্রশিক্ষণ শুরু হচ্ছে। এছাড়াও ৭ জানুয়ারি, ১৩ জানুয়ারি, ১৪ জানুয়ারি ও ১৫ জানুয়ারি নতুন শিক্ষাক্রম নিয়ে প্রশিক্ষণ হবে। সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে প্রশিক্ষণ। দেশের ৪০৮টি উপজেলা ও ২৫টি থানায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

এর আগে ২০ জানুয়ারি প্রশিক্ষণ পরিচালনার যে নির্দেশনা দেয়া হয়েছিল তা পরিবর্তন করে ১৫ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

নতুন পাঠ্যক্রমের বিস্তারের জন্য ‘Dissemination of New Curriculum’ স্কিমের আওতায় মাধ্যমিক পর্যায়ে পাঠদানরত সকল শিক্ষককে প্রশিক্ষণ নিতে হবে।

মাউশি জানায়, শিক্ষকদের প্রশিক্ষণ দেবেন সদ্য প্রশিক্ষণ পাওয়া মাস্টার ট্রেইনাররা। প্রশিক্ষণে ২ লাখ ৮০ হাজার শিক্ষক অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

Share Now

এই বিভাগের আরও খবর