নাটোরে বিএনপির বিক্ষোভ সমাবেশ

আপডেট: January 16, 2023 |
inbound9219077989599760346
print news

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি : বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও ১০ দফা দাবী বাস্তবায়নের দাবিতে নাটোর জেলা ও পৌরবিএনপির আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নাটোর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় আলাইপুর থেকে ১৬/০১/২০২৩ সকাল ৯ ঘটিকায় মিছিলটি বের হয়ে নাটোরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কার্যালয়ের সামনে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম বাচ্চু বিএনপির সদস্য সচিব মোহাম্মদ রহিম নেওয়াজ বিএনপি নেতা ফরহাদ হোসেন দেওয়ান শাহীন বিএনপি নেতা মোঃ সাইফুল ইসলাম আফতাব সহ বিএনপি যুব দল ছাত্রদল কৃষকদলের সংগঠনের নেতাকর্মী সমর্থক।

সমাবেশে বক্তারা বিএনপি চেয়ারপারসনের মুক্তি ও বিএনপি’র কেন্দ্রীয় সংঘোষিত ১০ দফা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।

এদিকে নাটোরের গুরুদাসপুরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ সাধারণ সম্পাদক মুর আলী শেখ পৌর বিএনপি’র সভাপতি মশিউর রহমান বাবলু সাধারণ সম্পাদক দুলাল সরকার সহ বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মী সমর্থক বৃন্দ।

এছাড়াও নাটোরের সিংড়া বড়াইগ্রাম লালপুর বাগাতিপাড়া বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচি বেগম খালেদা জিয়ার মুক্তি ও ১০ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়

Share Now

এই বিভাগের আরও খবর