লালমনিরহাটে বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যা

আপডেট: January 21, 2023 |
আলী
print news

লালমনিরহাটের পাটগ্রাম মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলীকে (৬৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি জেলা আওয়ামী লীগের সদস্য।

শুক্রবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রসূলগমজের পোস্ট অফিস পাড়া এলাকায় সরকারি হুজুর উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে বাসায় ফেরার পথে ওয়াজেদ আলীর ওপর সরকারি হুজুর উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে দুর্বৃত্তরা হামলা চালায়। পরে এলাকাবাসীরা তাকে আহত অবস্থায় পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করে পাটগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, মুঠোফোনে বিষয়টি শোনার পর ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া কারা এই হত্যাকাণ্ডে সাথে জড়িত সেই বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

Share Now

এই বিভাগের আরও খবর