প্রধানমন্ত্রীর জনসভা জনসমুদ্রে রুপ নিবে : এমপি ফারুক চৌধূরী

আপডেট: January 26, 2023 |
inbound6852720172910935479
print news

তানোর,রাজশাহী প্রতিনিধিঃ আগামি ২৯ জানুয়ারী রাজশাহীতে বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার ঐতিহাসিক মাদ্রাসা ময়দানের জনসভা জনসমুদ্রে রুপান্তর হবে।

মাননীয় প্রধানমন্ত্রীকে দেখাতে হবে তানোর গোদাগাড়ী নৌকার ঘাটি। আপনারা রাজশাহীর ফিরোজ চত্বরে উপস্থিত হবেন, সেখান থেকে হাজার হাজার নেতাকর্মীসহ মিছিল নিয়ে জনসভাস্থলে যাওয়া হবে। আমি থাকব সামনে।

যারা ত্যাগী বলে দাবি করেন, বিগত ২০০১ সালের আগে কোথায় ছিল তারা। পোষ্টার লাগানোর লোক পাওয়া যায়নি। এই এলাকা ছিল সন্ত্রাসের আস্থানা।

শুধু তানোর গোদাগাড়ী না পুরো রাজশাহী অঞ্চল সন্ত্রাসের রাজত্ব ছিল। মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় সবকিছু তছনছ করে মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠা করা হয়েছে।

বিএনপি জামাত নানা ভাবে দেশ বিরোধী গুজব ছড়াচ্ছে। তারা বলছে দেশ দেওলিয়া হয়ে গেছে, ব্যাংকে টাকা নাই ইত্যাদি ইত্যাদি। কিন্তু যে দেশ খাদ্যে ভরপুর সে দেশ দেওলিয়া হয় না। আসলে তারা দেশের ভালো চায় না।

যেমন আগে তানোরে রাস্তা ঘাট নিয়ে নানা গুজব ছড়াতো তারা। কিন্তু এখন আর সেটা পারেনা, অথচ আমাদের মধ্যে কিছু পথহারা ব্যক্তিরা বিএনপির বিটিম হয়ে কাজ করছে।

তাদেরকে বলতে চায়, ২০০১ সালের আগে এই তানোরে আওয়ামীলীগের কি অবস্থা ছিল আর এখন কি অবস্থা হয়েছে। তারা এসব দেখতে পায় না।

আবার গত ২৫ জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রীর জনসভা প্রচারের নামে আমার শহীদ পিতা ও আমাকে নিয়ে পাগলের প্রলোপ বকেছেন।

প্রধানমন্ত্রীর জনসভায় দলমত নির্বিশেষ সবাই উপস্থিত হবেন, কারন আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার দিক নির্দেশনা দিবেন।

যারা কোনভাবেই যেতে পারবেন না তাদেরকে অনুরোধ করে বলব টিভিতে ভাষন শুনবেন। ২৬ জানুয়ারী বৃহস্পতিবার তানোর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত

বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমপি ওমর ফারুক চৌধূরী। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপনের সভাপতিত্বে ও সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, জেলা আওয়ামীলীগের সহসভাপতি শরিফ খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান যুবলীগ সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না, মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা মহিলা লীগ সভাপতি সোনিয়া সরদার, ভাইস চেয়ারম্যান ও কৃষক লীগের সম্পাদক আবু বাক্কার সিদ্দিক, চান্দুড়িয়া ইউপি চেয়ারম্যান ইউপি সভাপতি মজিবর রহমান, কৃষকলীগের উপজেলা সভাপতি রাম কমল সাহা, পাচন্দর ইউপি চেয়ারম্যান সভাপতি আব্দুল মতিন, তালন্দ ইউপি চেয়ারম্যান সভাপতি নাজিমুদ্দিন বাবু, মুন্ডুমালা পৌর সম্পাদক আমির হোসেন আমিন, কামারগাঁ ইউপি চেয়ারম্যান সভাপতি ফজলে রাব্বি ফরহাদ, যুবলীগ সম্পাদক জুবায়ের ইসলাম, জেলা সৈনিক লীগ সম্পাদক মাহবুর রহমান মাহাম,  আলাউদ্দিন প্রামানিক,ওহাব সরদার,আলি হোসেন ও লুৎফর রহমানপ্রমুখ। এসময় উপজেলার সাত ইউপি ও দুই পৌরসভার আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Share Now

এই বিভাগের আরও খবর