সিলেট অনলাইন প্রেসক্লাবের নির্বাচন সাময়িক স্থগিত

আপডেট: January 26, 2023 |
inbound8363105773489313460
print news

শিব্বির আহমদ ওসমানী, সিলেট প্রতিনিধি: ডিজিটাল সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট অনলাইন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৩-২৪) সাময়িক স্থগিত ঘোষণা করা হয়েছে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফশীল অনুযায়ী আগামী ২রা ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচন অনিবার্য কারণবশত কার্যকরী পরিষদের এক জরুরী সভায় সাময়িক স্থগিত ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি কবি মুহিত চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদের পরিচালনায় কার্যকরী সভায় উপস্থিত ছিলেন সহসভাপতি মোহাম্মদ গোলজার আহমদ, সহ-সাধারণ সম্পাদক তাওহীদুল ইসলাম, পাঠাগার ও প্রচার সম্পাদক মবরুর আহমদ সাজু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জহিরুল ইসলাম মিশু, কার্যকরী পরিষদের সদস্য মাহমুদ হোসেন খান ও আশীষ দে।

কার্যকরী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ঘোষিত নির্বাচন কমিশন বহাল রেখে পরবর্তীতে নির্বাচনের পুনঃতফশীল ঘোষণা করা হবে।

Share Now

এই বিভাগের আরও খবর