মোরেলগঞ্জে বাঘের আক্রমণে কাঁকড়া জেলে আহত

আপডেট: January 27, 2023 |
FB IMG 1674810963741 11zon
print news

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের পূর্ব-সুন্দরবনের সুধীরের সিলা এলাকায় কাঁকড়া আহরনের সময় অনুকুল গাইন (৩৫) নামে এক জেলে বাঘের আক্রমনের শিকার হয়েছে। গুরুতর আহত অনুকুল গাইন মোরেলগঞ্জ উপজেলার আমুরবুনিয়া গ্রামের মৃত মুকুন্দ গাইনের ছেলে।শুক্রবার বেলা ১১টার দিকে পূর্ব সুন্দরবনের সুধীরের সিলা এলাকায় কাঁকড়া আহরনের সময় বাঘের আক্রমনের শীকার হয়্ অনুকুল।

এ সময় আনুকুলের একই গ্রামের বারেক শেখের ছেলে মাহবুব শেখের ডাক চিৎকারে নিকটস্থ আমরবুনিয়া গ্রামের ১৫-২০ জন লোক বনে গিয়ে অনুকুলকে উদ্ধার করে। বেলা সাড়ে ১২টার দিকে তাকে মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।

উপজেলা স্বাস্হ্য কর্মকর্তা ডা. মুফতি কামাল হোসেন জানান, বাঘ অনুকুলের শরীরের বিভিন্ন স্থান থেকে গোস্ত ছিড়ে নিয়েছে। থেকে তাকে উন্নত চিকি সার জন্য দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এ বিষয়ে জিউধরা ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো. শাজাহান আলী বলেন,বাঘের হামলায় আহত অনুকুল গাইনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে।

Share Now

এই বিভাগের আরও খবর