নাটোরে মাছ ধরার উৎসব

আপডেট: February 5, 2023 |
Boishakhinews24.net 37
print news

নাটোরের সিংড়া নাগর নদে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মাছ ধরার হাউরি উৎসব শুরু হয়েছে।

শনিবার উপজেলার খরসতি এলাকায় এ উৎসবে অংশগ্রহণ করে প্রায় ১৫ গ্রামের মানুষ।

স্বল্পসময়ের মধ্যেই উৎসবটি হৈ হুল্লোড় উৎসবে পরিণত হয়।

চাকজাল মাছ ধরে উৎসব করতে দেখা যায়।

এসময় এই উৎসব দেখতে নদের পাড়ে ভিড় জমায় সকল বয়সের নারী-পুরুষেরা।

কিন্তু কালের বিবর্তনে আগের মতো মাছ না থাকলেও জনতার মাঝে উৎসবের যেন কোন কমতি নেই।

বৈশাখী নিউজ/ এপি

 

Share Now

এই বিভাগের আরও খবর