বগুড়ার ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখে সংঘর্ষে ভাই-বোন নিহত

আপডেট: February 5, 2023 |
Boishakhinews24.net 38
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ভাই-বোন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শনিবার( ০৪ ফেব্রুয়ারু) রাত সাড়ে ১০টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের চকপাড়া আলিম মাদ্রাসার সামনে বগুড়া-রংপুর মহাসড়কে এঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতরা হলেন- বরিশাল জেলার হিজলা থানার হরিনাথপুর এলাকার কহিলি আকতার মারিয়া ও তার ভাই সিয়াম। এ ঘটনায় আহত হয়েছেন প্রাইভেটকারের চালক হুমায়ুন আহমেদ (২৫)। নিহতেরা হলেন প্রাইভেট কার চালকের স্ত্রী ও শ্যালক।

গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের এসআই এরশাদ আলী তাদের পরিচয় নিশ্চিত করে জানান, শনিবার রাত সাড়ে ১০ টার দিকে বগুড়া থেকে রংপুর গামী প্রাইভেট কারের চাকা ফেটে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

এ সময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে প্রাইভেট কারে থাকা কহিলি আকতার মারিয়া ও সিয়াম গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

এসআই এরশাদ আরও জানান, এ ঘটনায় আহত প্রাইভেটকারটির চালককে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত প্রাইভেট কার ও ট্রাক পুলিশি হেফাজতে রয়েছে। ট্রাকের চালক ও হেলপার ট্রাকটি ফেলে রেখে দ্রুত ঘটনা স্হান থেকে পালিয়ে গিয়েছে।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর