বগুড়ায় ২ ঘন্টার ব্যবধানে আবারো সড়ক দুর্ঘটনা: বাস উল্টে নিহত ১, আহত ২০

আপডেট: February 5, 2023 |

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার ২ ঘন্টার ব্যবধানে আবারো সড়ক দুর্ঘটনা ঘটেছে। যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পরে ঘটনাস্হলেই একজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন।

শনিবার(০৪ ফেব্রুয়ারি) রাত সোয়া ১১টার দিকে বগুড়া শহরের মাটিডালী দ্বিতীয় বাইপাস সড়কের কালিবালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার নিহত ব্যক্তির নাম মিলন হোসেন।তিনি গাইবান্ধা জেলা সদর এলাকার বাসিন্দা। তিনি সৈকত নামে ঢাকাগামী বাসে ঢাকায় যাচ্ছিলেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ ইন্সপেক্টর জালাল উদ্দীন।

এর ২ ঘন্টা আগে রাত সোয়া ৯ টার দিকে বগুড়া- রংপুর মহাসড়কের মোকামতলার চকপাড়ায় ট্রাকের সাথে প্রাইভেট কারের ধাক্কায় ভাই-বোন নিহত এবং একজন গুরুতর আহত হন।

বগুড়া ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ ইন্সপেক্টর জালাল উদ্দীন জানান, গাইবান্ধা থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়া সৈকত পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পরে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত এবং ২০ জন যাত্রী আহত হন।

আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর