মোরেলগঞ্জে আওয়ামী লীগের শান্তি সমাবেশের প্রস্তুতি সভা

আপডেট: February 8, 2023 |
inbound4103192610730596143
print news

এনায়েত করিম রাজিব, বাগেরহাট প্রতিনিধিঃ সারাদেশে একযোগে শান্তি সমাবেশ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা করেছে বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা আওয়ামী লীগ।

বুধবার ০৮ ফেব্রুয়ারি দুপুরে মোরেলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সভা অনুষ্ঠিত হয়।

বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাড. আমিরুল আলম মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় দলের ইউনিয়ন সভাপতি, সম্পাদক ও চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার ১৬ ইউনিয়ন ও পৌরসভায় পৃথকভাবে শান্তি সমাবেশ করার সিদ্ধান্ত গৃহিত হয়।উল্লেখ্য, আগামি ১৫ ফেব্রুয়ারী সারাদেশে একযোগে শান্তি সমাবেশ করবে বাংলাদেশ আওয়ামীলীগ।

Share Now

এই বিভাগের আরও খবর