বগুড়ায় র‍্যাবের অভিযানে ১০৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ২

আপডেট: February 11, 2023 |
inbound8661150967269072994
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে ১০৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে র‍্যাব।

আজ শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে র‍্যাব-১২ বগুড়া গোপন সংবাদের ভিত্তিতে শহরের গোদাগাড়া এলাকার অভিযান চালিয়ে ১০৫ বোতল ফেন্সিডিলস এক নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন- চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের উপচাকপাড়া গ্রামের মোঃ শফিকুল ইসলামের ছেলে মোঃ সাকিবুল হাসান(২৮) ও একই জেলার সদর উপজেলাধীন চকজগরু গ্রামের মৃত-মফিদুল ইসলামের মেয়ে মোছাঃ আয়শা বেগম(২৬)।

শনিবার বিকালে র‍্যাব-১২ ক্যাম্পের পাঠানোএক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

র‍্যাব-১২ বগুড়া ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত দুইজন মোটরসাইকেল নিয়ে নওগাঁ থেকে বগুড়ায় মাদকদ্রব্য ফেন্সিডিল নিয়ে আসছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া শহরের গোদারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১০৫ বোতল ফেন্সিডিলসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থাকা মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও নগদ ৫ (পাঁচ) হাজার টাকা জব্দ করা হয়েছে।

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন জানান, গ্রেফতারকৃত সাকিবুল ও আয়শার বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর