বাগেরহাটে সুন্দরবন দিবস পালিত

আপডেট: February 14, 2023 |
Bagerhat. Sundarban Day Photo 1 14. 02. 2023 1 11zon
print news

বাগেরহাট প্রতিনিধি: সুন্দরবনকে ভাল বাসুন, সুন্দরবন সুরক্ষায় এগিয়ে আসুন এই আহবান জানিয়ে মঙ্গলবার বিশ্ব ভালবাসা দিবসটিকে ২০০১ সাল থেকে ‘সুন্দরবন  দিবস’ হিসেবে পালন করছে সুন্দরবন সন্নিহিত বাগেরহাট জেলার মানুষ।

সুন্দরবন দিবস উপলক্ষে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেসক্লাব ও সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের উদ্যোগে প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্নাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট সরকারি পিসি কলেজের অধ্যক্ষ মো. শাহ আলম ফরাজি।
বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা‘র সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শেখ ফরিদুল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি, সুন্দরবন পূর্ব বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা মো. নুরুজ্জামান, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আহসানুল করিম, সাবেক সাধারণ সম্পাদক মো. আলী আকবর টুটুল, সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা নকীব সিরাজুল হক, শেখ আজমল হোসেন,
সৈয়দ শওকত হোসেন, শেখ আছাদুজ্জামান প্রমুখ।

এদিকে বাগেরহাটের সুন্দরবন সন্নিহিত উপজেলা শরণখোলা, মোংলায় ও র‍্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে সুন্দরবন দিবস পালিত হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর