টটেনহ্যামের বিপক্ষে এসি মিলানের জয়

আপডেট: February 15, 2023 |
Boishakhinews24.net 120
print news

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর লড়াইয়ে প্রথম লেগে প্রিমিয়ার লিগের দল টটেনহ্যামকে ১-০ ব্যবধানে হারিয়েছে ইতালির ক্লাব এসি মিলান। দ্বিতীয় লেগে আগামী ৯ মার্চ ড্র করতে পারলেই শেষ আটে যাবে মিলান। অপরদিকে পরবর্তী রাউন্ডে যেতে হলে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটিকে জিততে হবে ২-০ ব্যবধানে।

গতকাল ঘরের মাঠে ইংলিশ ক্লাব টটেনহ্যামের মুখোমুখি হয়েছিল এসি মিলান। ম্যাচের ৭ মিনিটে গোল করেন ব্রাহিম। ফলে শুরুতে লিড নিয়ে বেশ চাঙা হয়ে উঠে মিলান। অপরদিকে সময়ের সাথে সাথে গুছিয়ে নেয় সফরকারীরাও। ফলে সেই সুযোগও আসে টটেনহ্যামের, ১৩ মিনিটে সন হিউন মিনের পাস কাজে লাগাতে পারলে সমতায় ফিরতে পারতো স্বাগতিকরা।

এছাড়া শুরুতে যেন খুঁজেই পাওয়া যাচ্ছিল না প্রিমিয়ার লিগের দলটি। তবে ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নেয় তারা। প্রথমার্ধে বেশ কয়েকটা সুযোগও পেয়ে থাকে তবে ফিনিশিংয়ের অভাবে গোল পেতে ব্যর্থ হয় টটেনহ্যাম। ফলে ১-০ গোলের ব্যবধান নিয়ে বিরতিতে যায় দুই দল।

বিরতি থেকে এসে দ্বিতীয়ার্ধে আক্রমণ আর প্রতি আক্রমণে জমে ওঠে। বল দখলে দাপট দেখালেও গোল করতে ব্যর্থ হয় টটেনহ্যাম। অপরদিকে একাধিক সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেনি এসি মিলান। শেষপযর্ন্ত দুই দলের কেউ আর গোলের দেখা না পেলে ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালিয়ান জায়েন্ট এসি মিলান।

Share Now

এই বিভাগের আরও খবর