কলেজছাত্রী সনিয়া হত্যায় ঘাতক সজিব রিমান্ডে

আপডেট: February 15, 2023 |
soniya hotta 11zon
print news

সিলেট প্রতিনিধি: সিলেটে কলেজ ছাত্রী সনিয়া আক্তার (২১) হত্যা মামলার প্রধান আসামী সজিব কে(২৯) তিনদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে অতিরিক্ত চিফ মেট্টোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতের ম্যাজিষ্ট্রেট আব্দুর মোমেনের আদালতে তোলে ৭ দিনের রিমান্ড চাওয়া হলে ম্যাজিষ্ট্রেট তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালী থানার এসআই জামিল আহমদ রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত সোমবার সিলেট নগরের খুলিয়াপাড়ার একটি বাসায় সনিয়া হত্যাকান্ডের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঘাতক সজিবকে আটক করতে তল্লাশী অভিযানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী। পরে তথ্য ও প্রযুক্তির মাধ্যমে তার অবস্থান নিশ্চিত হয়ে র‌্যাব-১০ এর একটি টিম অভিযান চালিয়ে ঢাকার সায়েদাবাদ থেকে ঘাতক সজিবকে আটক করে। আটক.সজিব হবিগঞ্জের আজমেরীগঞ্জের শরীফ নগর গ্রামের মো.নুরুদ্দিনের ছেলে ও নিহত সনিয়ার মামাত ভাই। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের ঘটনায় মঙ্গলবার দুপুরে সনিয়ার ভাই পারভেজ আহমদ বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। মামলা নং-৩৩ (২) ২৩।

Share Now

এই বিভাগের আরও খবর