ত্বোহার আগমনে বর্ণিল সাজে সেজেছে গুরুদাসপুর

আপডেট: February 16, 2023 |
Boishakhinews24.net 135
print news

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: দেশ বরেণ্য তরুণ বক্তা আবু ত্বোহা আদনানের আগমনকে ঘিরে নাটোরের গুরুদাসপুর সহ আশেপাশের যেন বর্ণিল সাজে সেজেছে এলাকা ।

আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৯ টায় পৌর সদরের মধ্যমপাড়া জামে মসজিদের আয়োজনে ইসলামিক জলসায় বক্তব্য রাখবেন রংপুরের এই তরুণ বক্তা আবু ত্বোহা আদনান।

সাবেক উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সরকারের সভাপতি ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি ।

এছাড়া উপস্থিত থাকবেন গুরুদাসপুর পৌর মেয়র শাহওনে ওয়াজ আলী মোল্লা, সাবেক চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বিপ্লব সহ এলাকার গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে দ্বিতীয় বক্তা মাওলানা মোঃ বাসার শওকতি সাভার আশুলিয়া ঢাকা, তৃতীয় বক্তা মাওলানা আশরাফুল ইসলাম আজাদী সহ আলেম-ওলামা উপস্থিত থাকার কথা রয়েছে।

আয়োজক সূত্রে জানা গেছে দীর্ঘদিন চেষ্টার পরে আবু ত্বোহার আগমন হাওয়ায় এলাকাবাসী অত্যান্ত খুশি এবং অনুষ্ঠান সম্পন্ন করার সকল প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে। এবং তারা আরো জানান আবু ত্বোহার সাবলীল বক্তব্যে দ্বীন তথা এলাকাবাসীর উপকৃত হবে।

আবু তোহা আদনান রাত ৯ টায় চাঁচকৈড় মধ্যমপাড়া মসজিদ সংলগ্ন মজনু ফকিরের চাতালে বক্তব্য রাখবেন। অনুষ্ঠানের সকলের সহযোগিতা এবং উপস্থিতি একান্ত ভাবে কামনা করেন জলসা ইন্তেজামিয়া কমিটি।

Share Now

এই বিভাগের আরও খবর