সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিদায়ী সংবর্ধনা

আপডেট: February 16, 2023 |
Boishakhinews24.net 136
print news

ইমাম হাছাইন পিন্টু নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম কে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার রাতে অফিসার্স ক্লাবের উদ্যোগে এই সংবর্ধনা দেওয়া হয়।

অফিসার ক্লাবের সাধারণ সম্পাদকের সঞ্চালনায় বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌরসভার মেয়র জান্নাতুন ফেরদৌস।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে বিদায়ী নির্বাহী অফিসারের হাতে সম্মাননা ক্রেস্ট এবং গিফট তুলে দেওয়া হয়।

এসময় সহকারী কমিশনার ভূমি মো. আল ইমরান, সিংড়া থানা তদন্তে ওসি রফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা সেলিম রেজা, সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, শিক্ষা কর্মকর্তা আমিনুর রহমান, উপজেলা প্রকৌশলী আহম্মেদ রফিক সহ সকল দপ্তরের অফিসার, কর্মকর্তা-কর্মচারীগণ বৃন্দ উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর