শিরোপা লড়াইয়ে কুমিল্লার সামনে লক্ষ্য ১৭৬

আপডেট: February 16, 2023 |
Boishakhinews24.net 137
print news

বিপিএলে তিনবার শিরোপা জিতে সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চতুর্থ ট্রফি জয়ে তাদের সামনে একটি মাত্র পরীক্ষা।

ফাইনালের লড়াইয়ে কখনো না হারা মাশরাফি বিন মর্তুজার দলকে হারাতে হবে। তবে লড়াইটা এবার মোটেও সহজ হচ্ছে না ইমরুল কায়েসের দলের জন্য। শিরোপার লড়াইয়ে জিততে কুমিল্লার প্রয়োজন ১৭৬ রান।

এক ওভার, ওভারথ্রো থেকে দুই চার! আর এতেই প্রথম ওভার থেকে সিলেটের প্রাপ্তি ১৮ রান। নিশ্চয়ই হাইভোল্টেজ ফাইনালের শুরুটা এর থেকে বেশি কিছু আশা করেনি মাঠে কিংবা টেলিভিশন সেটের সামনে বসে থাকা ভক্ত-সমর্থকরা।

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ আসর বিপিএলের নবম আসরের শিরোপা জয়ের এই লড়াইয়ে টসে হেরে ব্যাট করে কুমিল্লাকে ১৭৬ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে মাশরাফির সিলেট স্ট্রাইকার্স।

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বৃহস্পতিবার শিরোপার লড়াইয়ে কুমিল্লার মুখোমুখি হয়েছে সিলেট। মুকুটের লড়াইয়ে টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসের নির্ধারিত ২০ ওভার শেষে ১৭৫ রান করেছে সিলেট। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেছেন মুশফিকুর রহিম।

ফাইনালের প্রথম ইনিংসে লড়াই হয়েছে বেশ। লড়াইয়ে কখনো এগিয়েছে সিলেট কখনো কুমিল্লা। শুরুতে বিপর্যয়ে পড়লেও ধীরে ধীরে কাটিয়ে উঠেছে সিলেট। ক্যাচ মিসের মহড়া দেখিয়েছে কুমিল্লার ফিল্ডাররা। কয়েকবার সুযোগ পেয়েছেন শান্ত, রায়ান বার্ল এবং জর্জ লিন্ডেরা। সুযোগ কাজে লাগিয়েছেন প্রায় সবাই-ই। ছোট ছোট ক্যামিও ইনিংসে দলকে এনে দিয়েছেন চ্যালেঞ্জিং সংগ্রহ।

Share Now

এই বিভাগের আরও খবর