বগুড়ায় পুলিশের অভিযানে দুই শতাধিক ধারালো চাকু জব্দ

আপডেট: February 16, 2023 |
IMG 20230216 WA0001 11zon 1
print news

শাহজাহান আলী,বগুড়া প্রতিনিধি: বগুড়ায় ছুরিকাঘাতের ঘটনা দিন দিন বেড়েই চলেছে। তবে  এ ব্যাপারে তৎপর রয়েছে বগুড়া জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় ধারালো চাকু বিক্রি বন্ধের অভিযানে দুই শতাধিক চাকু জব্দ করেছে পুলিশ।

১৬ ফেব্রুয়ারি(বৃহস্পতিবার) দুপুরে বগুড়া জেলা শহরের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে জেলা পুলিশের একটি অভিযানিক টিম।

অভিযান কালে শহরের কাঠাঁলতলা এলাকার দুটি দোকান থেকে ২১০টি ধারালো চাকু জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরাফত ইসলাম।

অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম বলেন, জব্দ করা চাকু সহজলভ্য হওয়ায় অপরাধীরা এসব ব্যবহার করছে। জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির নিযন্ত্রণ রাখতে চাকুর দোকানে অভিযান চালানো হয়েছে। অভিযানে ইদ্রিস মার্কেটের নুরুল স্টোর থেকে ১২০ টি ও চুরিপট্রি মার্কেটের দাদা ভাই স্টোর থেকে ৯০ টি চাকু উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান,দোকানীদেরকে চাকু বিক্রি বন্ধের নির্দেশ দিয়ে সর্তক করে দেওয়া হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর