বড়াইগ্রামে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ যুবক আটক

আপডেট: February 22, 2023 |
199 Yaba News.22.2 1 11zon
print news

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে র‌্যাব-৫ এর একটি দল অভিযান চালিয়ে ১৯৯ পিস ইয়াবাসহ আসাদুল ইসলাম (২৪) নামে এক যুবককে আটক করেছে।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের হাদিসমোড় এলাকায় এ অভিযান চালানো হয়। আটককৃত আসাদুল লালপুরের বেলগাছি মধ্যপাড়া এলাকার দুলাল উদ্দিনের ছেলে।

র‌্যাব-৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, ওই যুবক দীর্ঘদিন যাবত বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রি করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয় ও ওই ইয়াবা জব্দ করা হয়। তার বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং বুধবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর