পটুয়াখালীতে দুই ছিনতাইকারী আটক

আপডেট: February 23, 2023 |
IMG 20230223 WA0000 11zon
print news

পটুয়াখালী প্রতিনিধি:পটুয়াখালীতে দুধর্ষ দুই ছিনতাইকারী ইকবাল ও জাকির কে গ্রেফতার করেছ পুলিশ ২১ ফেব্রুয়ারী রাত পৌনে ৮ টার দিকে সদর রোড হালিমা সুপার স্টোর্স এর সামনে সড়কে পৌরসভার স্টাফ শিলা আক্তারের গলার স্বর্নের চেইন ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে দ্রুত পালিয়ে যায়।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে পুলিশের একটি দল পটুয়াখালী পৌরসভা নিয়ন্ত্রিত সিসি ক্যামেরা দেখে ছিনতাইকারী দুইজনকে চিহ্নত করে ঘটনার রাতেই ছিনতাইকারী কলতলা বাজার এলাকার ছত্তার প্যাদার ছেলে ইকবাল (৩৫) কে ও অপর ছিনতাইকারী খলিসাখালীর জব্বার হাওলাদারের ছেলে জাকিরকে আটক করে ছিনতাইকৃত স্বর্নের চেইন উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

আটক দুই জনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। টিয়া কালার জ্যাকেট পরিহিত জাকির ও চেক গেঞ্জি পরিহিত ইকবাল। থানায় জিজ্ঞাসাবাদ চলছে বলে এস আই বিপ্লব জানসন। সম্প্রতি শহরের বিভিন্ন স্থানে দিনের বেলায় বাসা বাড়ির তালা ভেঙ্গে নগদ টাকা ও স্বর্নালংঙ্কারসহ বিভন্ন মালামাল ছিনতাইয়ের ঘটনা প্রায় প্রতিদিন ঘটছে বলে স্থানীয়রা জানান।

Share Now

এই বিভাগের আরও খবর