কুবিতে এমসিজে ২য় ব্যাচের র‌্যাগ ডে উদযাপিত

আপডেট: February 27, 2023 |
Boishakhinews24.net 248
print news

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২য় ব্যাচের র‍্যাগ ডে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ফেব্রুয়ারী) সকাল সাড়ে নয়টায় কেক কেটে শোভাযাত্রা শুরু হয়।

এ সময় বিভাগের কাজী এম. আনিছুল ইসলামের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক অর্ণব বিশ্বাস, আলি আহসান এবং মাহমুদুল হাসান এবং বিভাগের শিক্ষার্থীরা।

তাছাড়া শিক্ষার্থীরা পরিবেশের কথা বিবেচনা করে ও গ্রাম বাংলার ঐতিহ্য পাটের ব্যবহার ফুটিয়ে তুলতে থিম পোষাক হিসেবে পাটের বস্তা দিয়ে পোষাক বানিয়ে তা পরিধান করেছে। এছাড়াও জনসচেতনতায় তারা বলছে পরিবেশের জন্য যা ক্ষতিকর তা পরিহার করা উচিত।

র‍্যাগ ডে নিয়ে কমিউনিকেশন ক্লাবের ভিপি ও বিদায়ী ২য় ব্যাচের শিক্ষার্থী সাজ্জাদ বাসার বলেন,’ র‍্যাগ ডে কথাটা যতটা আনন্দের তার চেয়ে শতগুণ কষ্টের। আসলে বিদায় বেলায়-ই এমন আয়োজন করা হয়ে থাকে। আমাদের শতশত স্মৃতি জমা হয়েছে এই ক্যাম্পাসে। অথচ সব স্মৃতি রেখে চলে যেতে হবে কিছুদিনের ভিতরে। শত আনন্দ-উল্লাসের ভিড়ে বিদায়ের কষ্টটাও চাপা পড়ে আছে।’

একই ব্যাচের শিক্ষার্থী সোহাগ মনি বলেন,’ এই বাসন্তী বিদায় আসলে অনেকটা হাহাকারের। জীবনের অনেক ভালো কিছু মুহূর্ত কেটেছে এখানে। কখনো চলে যেতে হবে ভাবি নি, তবে শেষটা সুন্দর ছিলো এই আয়োজনে।’

বিভাগীয় প্রধান কাজী এম. আনিছুল ইসলাম বলেন, ‘সত্যিকার অর্থে আমি এই ব্যাচকে খুব বেশি মিস করবো। আমি তাদের সাফল্য কামনা করি। তারা কর্ম জীবনে ভালো করুক, তারা উচ্চ শিক্ষায় সাফল্য লাভ করুক। তারা বিভাগের জন্য কাজ করবে এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করবে এই প্রত্যাশা করি।’

Share Now

এই বিভাগের আরও খবর