বগুড়ার শিবগঞ্জে দৈনিক মানবজমিনের ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আপডেট: February 27, 2023 |
Boishakhinews24.net 253
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে দৈনিক মানবজমিন পত্রিকার ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

সোমবার ২৭ ফেব্রুয়ারি বিকাল ৪ টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও কেক কর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাংবাদিক খালিদ হাসানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান।

মানবজমিন পত্রিকার শিবগঞ্জ সংবাদদাতা ইফতেখায়রুল ইসলাম রানার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মানবজমিনের ভ্রাম্যমাণ প্রতিনিধি প্রতিক ওমর,শিবগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইচ চেয়ারম্যান ফাহিমা জাহান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, যায়যায়দিনের শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি সোহেল আক্তার মিঠু,নয়াদিগন্তের শিবগঞ্জ প্রতিনিধি খলিলুর রহমান,ভোরের ডাকের শিবগঞ্জ প্রতিনিধি রশিদুর রহমান রানা,আনন্দ বাজারের শিবগঞ্জ প্রতিনিধি শফিউল আলম ডিউ।

এসময় মাইটিভির শিবগঞ্জ প্রতিনিধি কামরুল ইসলাম,চাদনীবাজারের ভ্রাম্যমাণ প্রতিনিধি সাইফুল ইসলাম,বাংলাদেশ দিনকাল পত্রিকার স্টাফ রিপোর্টার শাহজাহান আলী, নিরাপদ নিউজের প্রতিনিধি গোলাম রব্বানী শিপন,সরেজমিন বার্তার বগুড়া প্রতিনিধি নুরুন্নবী রহমান, আজকের জনবানী পত্রিকার শিবগঞ্জ প্রতিনিধি কামরুল ইসলাম,মুক্তবার্তার প্রতিনিধি বাকী বিল্লাহ, মিনহাজ,সাবিতসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর