টিসিবির ২০০ লিটার সয়াবিন তেল উদ্ধার

আপডেট: February 28, 2023 |
তেল 1
print news

যশোরের বড় বাজারে একটি দোকান থেকে ১০৮ বোতল সয়াবিন তেল জব্দ করা হয়েছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাতে শহরের বড়বাজার হাটচান্নির রেজাউলের দোকানে অভিযান চালিয়ে এ তেল জব্দ করা হয়।

ভোক্তাদের মাঝে বিক্রি না করে খোলাবাজারে বিক্রি করার উদ্দেশ্যে মজুত করা ছিল এ তেল।

যশোর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা অনুপ কুমার মল বলেন, আমরা জানতে পারি রেজাউলের দোকানের সানসেটে বিশেষ কায়দায় লুকানো আছে তেল। এরপর অভিযান চালিয়ে উদ্ধার করা হয় টিসিবির স্টিকার সম্বলিত ১০৮ বোতল সয়াবিন তেল। জব্দকৃত তেল টিসিবির ডিলার গৌরঙ্গ কুমার পাল বাবুর কাছ থেকে ক্রয় করে রেজাউল। তবে এ সময় প্রশাসন কাউকে আটক করতে পারেনি।

Share Now

এই বিভাগের আরও খবর