ইবির সেই হল প্রভোস্টকে প্রত্যাহার

আপডেট: March 1, 2023 |
inbound3942497892747104259
print news

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে ছাত্রী নির্যাতনের ঘটনায় সেই হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামসুল আলমকে প্রত্যাহার করা হয়েছে।

হাইকোর্টের নির্দেশনার পরই তাকে তার দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হয়। এসময় হলটির সিনিয়র আবাসিক শিক্ষক অধ্যাপক ড. আহসানুল হককে সাময়িকভাবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার ১ মার্চ বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ.এম.আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।

প্রত্যাহারের বিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান গণমাধ্যমকে জানান, আমরা হাইকোর্ট থেকে যে বার্তা পেয়েছি।

সেই অনুসারে ওই হলের প্রভোস্টকে প্রত্যাহার করেছি এবং হলের সিনিয়র হাউজ টিউটরকে সাময়িকভাবে হল চালানোর জন্য বলা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ.এম.আলী হাসান বলেন, ইতিমধ্যে হাইকোর্টের নির্দেশনা ও দেশরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্টকে তার দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। তার স্থলে ড. আহসানুল হককে ভারপ্রাপ্ত দায়িত্ব প্রদান করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর