গুরুদাসপুরে জাতীয় ভোটার দিবস পালিত

আপডেট: March 2, 2023 |
Boishakhinews24.net 18
print news

ইমাম হাছাইন পিন্টু নাটোর প্রতিনিধিঃ নাটোরের গুরুদাসপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় ভোটার দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে উপজেলা মিলায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায় এর সভাপতিত্বে বক্তব্য রাখেন গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন, পৌর মেয়র মোহাম্মদ শাহনেওয়াজ আলী মোল্লা, গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধারাবারিশা ইউপি চেয়ারম্যান মোঃ মতিন মাস্টার, মসিনদা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আব্দুল বারী, খুবজিলপুর ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম দোলন,বিয়াঘাট ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান সুজা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলাল শেখ, সাংবাদিক ইমাম হাছাইন পিন্টু প্রমূখ।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায় বলেন সবাইকে সঠিক তথ্য প্রণয়নের মাধ্যমে ভোটার হওয়া এ বিষয়ে অভিভাবকরা সচেতনতার সাথে সন্তানদেরভোটার নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করে আরো বলেন জন্মের ৪৫ দিনের মধ্যেই শিশুদের সঠিক তথ্য দিয়ে জন্ম নিবন্ধন করলে ভবিষ্যতে নাম জন্মতারিখ ও অন্য বিষয়ে ভুলের সম্ভাবনা থাকে না তাই সবাইকে আরো বেশি সচেতন হতে হবে।

গুরুদাসপুর উপজেলা নির্বাচন অফিসারের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু করা হয় দিবসটির সূচনা। আলোচনা সভায় বক্তারা স্মার্ট কার্ডের গুরুত্ব নিয়েও বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন কৃষি অফিসার মোঃ হারুনুর রশিদ,সমাজসেবা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম শাফি, উপজেলা শিক্ষা অফিসার মোঃ ওয়াহিদুজ্জামান, গুরুদাসপুর পৌরসভার সম্মানিত কাউন্সিলর বৃন্দ, উপজেলার বিভিন্ন ইউনিয়নের সদস্য বৃন্দ ও সম্মানিত ব্যক্তিবর্গ।

Share Now

এই বিভাগের আরও খবর