নাটোরের গুরুদাসপুর উপজেলা প্রশাসনের খেলা সামগ্রী বিতরণ


ইমাম হাছাইন পিন্টু নাটোর প্রতিনিধিঃ নাটোরের গুরুদাসপুর উপজেলা প্রশাসনের খেলা সামগ্রী বিতরণ । খেলা সামগ্রী গ্রহণ করেন গুরুদাসপুর কাছিকাটা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব, বিয়া ঘাট মাদ্রাসার অধ্যক্ষ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও ভোরের ডাক স্পোটিন ক্লাবের পক্ষে সোহেল রানা সহ অন্যান্য ক্লাবের প্রতিনিধিগণ।
এ সময় আরো উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়। গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলাল শেখ, সাংবাদিক ইমাম হাছাইন পিন্টু প্রমূখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায় বলেন মাদক মুক্ত থেকে লেখাপড়ার পাশাপাশি সুস্থ প্রতিভা বিকাশের লক্ষে খেলাধুলার উৎসাহ দিতে উপজেলা প্রশাসনের পক্ষে এমন সহযোগিতা অব্যাহত থাকবে।