জাতীয় দক্ষতা উন্নয়ন নীতি অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত


মাছুদ পারভেজ ,গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ শক্তিশালীকরণ প্রকল্প, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ প্রধানমন্ত্রী কার্যালয়ের জাতীয় দক্ষতা উন্নয়ন নীতি ২০২২ অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহযোগিতায় সকালে সরকারি গ্রন্থাগারের মিলনতনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (সমন্বয় ও অ্যাসেসমেন্ট) যুগ্ম সচিব মোঃ জোহর আলী।
এসময় উপস্থিত কর্মশালায় জেলা প্রশাসক কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
ইউএনডিপির প্রতিবেদন অনুযায়ী বর্তমান দেশে কর্মক্ষম জনশক্তি ১০ কোটি ৫৬ লাখ, যা মোট জনসংখ্যার ৬৬ শতাংশ। যা ২০৩০ সালের মধ্যে এ সংখ্যা দাঁড়াবে ১২ কোটি ৯৮ লাখ এবং ১০৫০ সালে গিয়ে দাঁড়াবে ১৩ কোটি ৬০ লাখ। এ জনসংখ্যাকে দক্ষ হিসাবে গড়ে তুলতে পারলে বাংলাদেশ ডেমোগ্রাফি ডিভিডেন্ডের সুফল ভোগ করতে পারবে।
উল্লেখ্য, ক্রমবর্ধমান শিল্পায়নের প্রেক্ষাপটে বহুমুখী শ্রমের চাহিদা পূরণ, পরিবর্তিত আন্তর্জাতিক বাজারে আরও দক্ষ শ্রমিকের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এবং ২০৩০ সালের মধ্যে এসডিজি বাস্তবায়ন মাধ্যমে ও ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত দেশে রূপান্তরিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী ২০২২ সালের ৩১ জুলাই ‘জাতীয় দক্ষতা উন্নয়ন নীতি ২০২২’ অনুমোদন করেন।