বগুড়ায় ৭০০ পিস টেপেন্টাডল ও দুটি মোটরসাইকেলসহ গ্রেফতার ৩

আপডেট: March 11, 2023 |
Boishakhinews24.net 185
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে মাদক বিরোধী অভিযানে ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও দু’টি মোটরসাইকেল সহ তিন যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ(ডিবি)।

শুক্রবার (১০ মার্চ) রাতে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার শেখাহাতি গ্রামে ডিবি পুলিশের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও দুটি মোটরসাইকেল সহ তিন যুবককে গ্রেফতার করা হয়। আজ শনিবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ওই তিন যুকক হলেন- বগুড়ার সারিয়াকান্দিত উপজেলার চরহরিণা,গ্রামের বাদশা তরফদারের ছেলে মোঃ তুহিন তরফদার(২৮),সোনাতলা উপজেলার নুরপুরের ফুলবাবু প্রামাণিকের ছেলে মোঃ শাকিল প্রামাণিক(২৪) ও বারঘরিার লতিফ আলীর ছেলে মোঃ নজমাল হোসেন(২৪)।

১১ মার্চ শনিবার ডু্িবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সারিয়াকান্দির শেখাহাতি গ্রামে মাদক কেনাবেচা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবির একটি টিম সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানকালে শেখাহাতি থেকে সোনাতলা সড়কের উপর থেকে তিন যুবককে দু’টি মোটরসাইকেল সহ পুলিশ তাদেরকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়।

ডিবির ইনচার্জ (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন,এ ঘটনায় গ্রেফতারকৃত ওই তিন যুবকের বিরুদ্ধে সারিয়াকান্দি থানায় মামলা রুজু পূর্ব আজ শনিবার তাদেরকে,আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর