ঘুমন্ত বাবা-মায়ের পাশ থেকে চুরি হওয়া শিশু খুলনায় উদ্ধার

আপডেট: March 18, 2023 |
Boishakhinews24.net 333
print news

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের ফকিরহাটে কৃষক দম্পত্তির ঘর থেকে চুরি হওয়া আড়াই মাস বয়সী শিশু সাজিদ ফারাজীকে উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাতে খুলনা নগরীরর মিয়াপাড়া এলাকায় দারুল উলুম মসজিদের সিঁড়িতে একটি ব্যাগ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে খুলনা সদর থানা পুলিশ। চুরির ঘটনায় জড়িতদের এখনো শনাক্ত করা যায়নি।

শুক্রবার ভোরে উপজেলার জাড়িয়া-মাইট কুমড়া গ্রামের আবু সাঈদ ফারাজী ও সুমি খাতুন দম্পত্তির কোল থেকে শিশু সন্তানটি চুরি হয়।

শিশুটিকে ফিরে পেয়ে খুশি বাবা-মাসহ এলাকাবাসী। শিশুটির মা সুমি বলেন, ‘মনে হচ্ছিল আমার বুকের মধ্যে কী যেন নেই। পরাণডা এখনই বের হয়ে যাবে। সারাদিন শুধু খাঁ খাঁ করেছে আমার বুক। আমার বাজানকে পেয়ে মনে হচ্ছে আকাশের চাঁদ হাতে পেয়েছি। সব কষ্ট ভুলে গেছি।’

বাবা আবু সাঈদ বলেন, ‘আমার সন্তানকে ফিরে পেয়েছি এটাই শান্তি। তবে চুরিতে যারা জড়িত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, ‘শিশু চুরির খবর পাওয়ার পর থেকে পুলিশ অভিযান শুরু করে। পুলিশের কঠোর তৎপরতায় অপরাধীরা শিশুটিকে ফেলে রেখে চলে যায়। আমরা শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছি। জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

 

Share Now

এই বিভাগের আরও খবর