টেকনাফে অস্ত্রসহ ৬ মামলার পলাতক আসামি গ্রেফতার

আপডেট: December 13, 2018 |
print news

কক্সবাজারের টেকনাফে দেশে তৈরি অস্ত্রসহ সাদেক হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সে হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী গ্রামের লাদেন জিন্নার ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগে থানায় ৬টি মামলা ছিল বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার ভোরে টেকনাফ মডেল থানা পুলিশের পরিদর্শক মোঃ শরীফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম রঙ্গিখালী এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে গোপন তথ্যের ভিত্তিতে সাদেক হোসেনকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে দুইটি দেশে তৈরি অস্ত্র, ৫ রাউন্ড কার্তুজ ও এক হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

এ ব্যাপারে টেকনাফ মডেল থানা পুলিশের পরিদর্শক মোঃ শরিফুল ইসলাম জানান, ‘গ্রেফতারকৃত ব্যক্তি একজন ইয়াবা ব্যবসায়ী ও সন্ত্রাসী। তার বিরুদ্ধে থানায় আগেও ছয়টি মামলা ছিল। নির্বাচনের পূর্বে সে নাশকতার প্রস্তুতি নিচ্ছিল বলে অভিযোগ রয়েছে।’

গ্রেফতারকৃত ব্যক্তিকে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আদালতে প্রেরণ করা হবে বলে জানায় পুলিশের ওই কর্তা।

Share Now

এই বিভাগের আরও খবর