রাজাপুরে অগ্নিকাণ্ডে ৬ টি দোকান পুড়ে অর্ধকোটি টাকার ক্ষতি

আপডেট: March 22, 2023 |
inbound7900159499037605093
print news

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে ৬টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা দাবি করেছেন। আগুন নেভাতে তাড়াহুড়োয় অন্তত ৫ জন আহত হয়েছে।

বুধবার (২২মার্চ) ভোররাতে রাজাপুর উপজেলার নৈকাঠি বাজারের পশ্চিম পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থরা জানান, রাতে কবিরের চায়ের দোকানে আগুন জ্বলতে দেখে পাহারাদাররা তাদের খবর দেন। খবর পেয়ে এসে দেখেন সব পুড়ে ছাই হয়ে গেছে।

ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনলেও ততক্ষণে কবির খানের চায়ের দোকান, বাদলের কনফেকশনারী, শরিফুল ইসলামের ওয়ার্কসপ, নুরুজ্জামানের হোটেল, মোস্তফার হোটেল, প্রবীরের মোদি দোকান পুড়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।

শেষ সম্ভবটুকু হারিয়ে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো অসহায় হয়ে পড়েছেন। উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুল খালেক জানান, ‘‘কেহ বলতেছে মশাল কয়েল বা চুলা থেকে; আবার কেহ বলছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।

কিন্ত আগুনের সূত্রপাত সঠিকভাবে জানা যায়নি। তিনি জানান, খবর পেয়ে দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয় কিন্তু ততক্ষনে ৬ টি দোকান পুড়ে যায়। তবে আশপাশের বসতঘর ও দোকান রক্ষা করতে সক্ষম হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর