ফরিদপুরে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন

আপডেট: March 22, 2023 |
inbound1312124895997508580
print news

তারেকুজ্জামান, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ ফরিদপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীণ পরিবারকে তৃতীয় পর্যায়ের অবশিষ্ট ও চতুর্থ পর্যায়ের নির্ধারিত গৃহসমূহ উপকারভোগী পরিবারের নিকট বুধবার জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয় ।

প্রধানমন্ত্রী সরকারি গণভবন থেকে সারাদেশে একযোগে চতুর্থ পর্যায়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বুধবার সকালে আশ্রায়ন-২ প্রকল্পের ভূমিহীন ও গৃহহীনদের কবুলিয়ত জমির খতিয়ান, গৃহপ্রদান সহ ঘরের চাবি হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

এসময় ৩৯ হাজার ৩৬৫ টি ঘর হস্তান্তর করেন,পাশাপাশি ৭ জেলার সকল উপজেলাসহ এবং সারাদেশর ১৫৯ টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন জেলা হিসেবে ঘোষণা করা হয়।

এরই অংশ হিসেবে ফরিদপুর সদর উপজেলায় তৃতীয় পর্যায়ের অবশিষ্ট সম্পন্নকৃত ভুমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ১২৫ টি ঘর হস্তান্তর করা হয়েছে।

ফরিদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে, (২২ মার্চ) বুধবার সকালে সদর উপজেলা পরিষদের হলরুমে
উপকারভোগীদের কবুলিয়ত জমির খতিয়ান, গৃহপ্রদান সহ ঘরের চাবি হস্তান্তর করেন।

সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমানের সঞ্চালনায় এবং ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ফরিদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন ফরিদপুর পুলিশ সুপার মোঃ শাহজাহান, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী, এ ছাড়া আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, পৌর মেয়র অমিতাভ বোস, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও উপকারভোগীগণ উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর