গুরুদাসপুরে ভূমি ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর

আপডেট: March 22, 2023 |
inbound278650862496189175
print news

ইমাম হাছাইন পিন্টু নাটোর প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীণ পরিবারকে তৃতীয় পর্যায়ের অবশিষ্ট ও চতুর্থ পর্যায়ের নির্ধারিত গৃহসমূহ উপকারভোগী পরিবারের নিকট বুধবার জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয় ।

প্রধানমন্ত্রী সরকারি গণভবন থেকে সারাদেশে একযোগে চতুর্থ পর্যায়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বুধবার সকালে আশ্রায়ন-২ প্রকল্পের ভূমিহীন ও গৃহহীনদের কবুলিয়ত জমির খতিয়ান, গৃহপ্রদান সহ ঘরের চাবি হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

এসময় ৩৯ হাজার ৩৬৫ টি ঘর হস্তান্তর করেন,পাশাপাশি ৭ জেলার সকল উপজেলাসহ এবং সারাদেশর ১৫৯ টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন জেলা হিসেবে ঘোষণা করা হয়।

এরই অংশ হিসেবে গুরুদাসপুর উপজেলায় তৃতীয় পর্যায়ের অবশিষ্ট সম্পন্নকৃত ভুমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হয়েছে।

গুরুদাসপুর উপজেলা প্রশাসনের আয়োজনে, (২২ মার্চ) বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায় এর সভাপতিত্বে উপজেলা পরিষদের হলরুমে
উপকারভোগীদের কবুলিয়ত জমির খতিয়ান, গৃহপ্রদান সহ ঘরের চাবি হস্তান্তর করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মতিউর রহমানের সঞ্চালনায়
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি নাটোর ৪,গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলাল শেখ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রোকসানা আক্তার লিপি, সহকারী কমিশনার ভূমি মোঃ মেহেদী হাসান শাকিল, গুরুদাসপুর অফিসার্স ইনচার্জ ওসি মোঃ আব্দুল মতিন, গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ধারাবারিষা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মতিন মাস্টার, মসিনদা ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল বারী, খুবজীপুর ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম দোলন।

এছাড়াও উপস্থিত ছিলেন উপকারভোগী, শিক্ষার্থী মুক্তিযোদ্ধা, সাংবাদিক,সরকারি কর্মকর্তা ও উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ

Share Now

এই বিভাগের আরও খবর