অনুমোদনহীনদের আবার কিসের কমিটি: আ ব ম ফারুক


কুবি প্রতিনিধি: অনুমোদনহীনের আবার কমিটি কিসের। এটির তো অনুমোদনই নেই। বঙ্গবন্ধু পরিষদের মধ্যে এমন বিভক্তি আমরা পছন্দ করি না। সবাই মিলে কাজ করা উচিৎ, সবাই মিলে এগোনো উচিৎ।
এটিই আমাদের প্রত্যাশা। যাদের অনুমোদন আছে এবং যারা অনুমোদনহীন আমরা দু’পক্ষকেই বলবো একত্রে কাজ করার জন্য। দুই পক্ষকে একত্র করার জন্য যদি আমাদের কিছু করার থাকে তাহলে আমরা চেষ্টা করবো একত্র করার জন্য।’
বুধবার (২২ মার্চ) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অনুমোদনহীন বঙ্গবন্ধু পরিষদের কমিটির ব্যাপারে জানতে চাইলে এমন মন্তব্য করেন কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক।
তিনি আরো বলেন, ‘যাদের অনুমোদন আছে এবং যারা অনুমোদনহীন আমরা দু’পক্ষকেই বলবো একত্রে কাজ করার জন্য। দুই পক্ষকে একত্র করার জন্য যদি আমাদের কিছু করার থাকে তাহলে আমরা চেষ্টা করবো একত্র করার জন্য।’
গত মঙ্গলবার কেন্দ্রীয় অনুমোদনহীন বঙ্গবন্ধু পরিষদ ২৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা করে।
এই কমিটির ও সংগঠনের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অনুমোদনপ্রাপ্ত বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কাজী ওমর সিদ্দিকী বলেন, ‘আমরা বারবার বলেছি যে এখানে জামাত-বিএনপি একটি জোট সংঘবদ্ধভাবে বঙ্গবন্ধু পরিষদকে কলুসিত করার জন্য বঙ্গবন্ধু পরিষদের নামে একটি সংগঠনের কার্যক্রম চালিয়ে আসছে।
তিনি আরো বলেন, ‘কোনো সংগঠন করতে হলে সেটার যদি কেন্দ্রীয় কমিটি থাকে তাহলে কেন্দ্রীয় কমিটির অনুমোদন নিয়ে কমিটি ঘোষণা করতে হয়।
কেন্দ্রীয় কমিটির অনুমোদন না নিয়ে নিজেরা কখনো কমিটি গঠন করতে পারে না। এটি আইনগত ভাবে সঠিক নয়।’
একই নামে দুটো সংগঠন থাকার ব্যাপারে অনুমোদনহীন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কাজী কামাল উদ্দিন বলেন, ‘ওটা তো মেয়াদোত্তীর্ণ। ওটারও তো অনুমোদন নেই।’