কালীগঞ্জে দুই হাজার কৃষককে কৃষি উপকরন বিতরন

আপডেট: March 22, 2023 |
inbound7254606558634470938
print news

টিপু সুলতান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ কালীগঞ্জের দুই হাজার কৃষককে বিনামূল্যে রোপা আউশ বীজ, সার ও পাটবীজ প্রদান করা হয়েছে।

খরিপ-১/২০২২- ২৩ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় উৎপাদন ও আবাদ বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ওই কৃষি উপকরন বিতরন করা হয়।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে বুধবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে বিতরন অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী।

উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম রনি।

উপজেলা কৃষি স¤প্রসারন কর্মকর্তা আক্তারুজ্জামান মিয়ার সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন ও উপজেলা সিনিয়র মৎস্য অফিসার হাসান সাজ্জাদ প্রমুখ।

এ অনুষ্ঠানের মাধ্যমে কালীগঞ্জ পৌরসভা সহ উপজেলার ১১ টি ইউনিয়নের ১২ শত কৃষককে রোপা আউশ বীজ ও সার এবং ৮ শত কৃষককে পাটবীজ প্রদান করা হয়।

 

Share Now

এই বিভাগের আরও খবর