বড়াই গ্রামে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

আপডেট: March 22, 2023 |
inbound6007874135196718730
print news

ইমাম হাছাইন পিন্টু নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের বনপাড়া হাইওয়ে থানার উদ্যোগে ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ মার্চ) থানা প্রাঙ্গণে অফিসার ইনচার্জ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে হাইওয়ে বগুড়া অঞ্চলের সহকারী পুলিশ সুপার হরেশ্বর রায়,

বিশেষ অতিথি হিসেবে শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, রাজাপুর অনার্স কলেজের অধ্যক্ষ মো. তুঘলক, নগর ইউপি চেয়ারম্যান শামসুজ্জোহা সাহেব, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ধীরেন্দ্র নাথ সাহা, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোস্তফা ব্যাপারী, ওয়ার্ড আ’লীগের সভাপতি সিদ্দিকুর রহমান খান, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা প্রমূখ বক্তব্য রাখেন।

সভায় পরিবহন শ্রমিক, বিভিন্ন শ্রেণীপেশা ও সুধী সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর