ঝিনাইদহে ইসলামিক ফাউন্ডেশনের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আপডেট: March 22, 2023 |
inbound8073367620291671917
print news

টিপু সুলতান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে ইসলামিক ফাউন্ডেশনের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র কুরআন খতম, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ,র‌্যলি , আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে নিজস্ব মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ খান এর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা পিএএ। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোঃ আব্দুর রশিদ ও ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি এম রায়হান।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি ও পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মাদুল্লাহ ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মিজানুর রহমান। অথিতিবৃন্দ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ২২ শে মার্চ ইসলাম প্রচার ও প্রসাবের জন্য ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন।

এছাড়াও বাংলাদেশ সিরাত মজলিস প্রতিষ্ঠা ,হজ্ব পালনের জন্য সরকারি অনুদানের ব্যবস্থা সমুদ্রপথে হজ্ব যাত্রীদের জন্য জাহাজ ক্রয়,মাদ্রাসা শিক্ষা বোর্ড পূর্ণ:গঠন , বেতার ও টিভিতে কোরআন তেলাওয়াত প্রচার,মদ জুয়া হাউজি ও অসামাজিক কার্যকলাপ নিষিদ্ধ এবং শাস্তির বিধান ঘোড়দৌড় প্রতিযোগিতা নিষিদ্ধকরণ, বিশ্ব ইজতেমার জন্য টঙ্গীতে সরকারি জায়গা বরাদ্দ,কাকরাইল মারকাজ মসজিদের সম্প্রসারনের জন্য জমি বরাদ্দ, তাবলীগ জামাতের ব্যবস্থা, ওআইসি সম্মেলনে যোগদান এবং মুসলিমদের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনসহ ইসলামের অনেক খেদমতে কাজ করে গেছেন।

বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী নিজস্ব অর্থায়নে বাংলাদেশের ৬৪ টি জেলা ৫’শ ৬৪ টি মডেল মসজিদ ইসলামী সংস্কৃতি কেন্দ্র স্থাপন,কওমী শিক্ষার্থীদের সনদের সরকারি স্বীকৃতি প্রদান ,ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা, হজ্ব ব্যবস্থাপনার আধুনিকায়ন ,আল কুরআন ডিজিটাইলেশনসহ ইসলামের জন্য অনেক কাজ করে যাচ্ছেন ।

Share Now

এই বিভাগের আরও খবর