গাজীপুরে মহান বিজয় দিবস উদযাপন

আপডেট: December 16, 2018 |

যথাযোগ্য মর্যাদায় গাজীপুরে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রবিবার ভোরে সূর্যোদয়ের সাথে সাথে জেলা শহরের রাজবাড়ি মাঠে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তক অর্পণ করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ওয়াই এম বেলালুর রহমান, জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, গাজীপুর জেলা পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ রাসেল শেখ। এরপর জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর প্রেসক্লাব, গাজীপুর জেলা ও মহানগর আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।

এদিকে, ভোর সাড়ে ৮টার দিকে শহীদ বরকত স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও বর্ণিল ডিসপ্লের আয়োজন করা হয়। জেলা প্রশাসক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ূন কবীর ও অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ রাসেল শেখ কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন। পরে শহরে বঙ্গতাজ অডিটরিয়মে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর