বগুড়ায় হলুদ ও মরিচের মিল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা


শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া শহরের ফতেহ আলী বাজারে একটি হলুদ ও মরিচের মিলে মরিচের গুঁড়ার সহিত তুষের গুঁড়োর মিশ্রণে ভেজাল খাদ্য উৎপাদন করার অভিযোগে ওই মিলে ৫০(পঞ্চাশ) হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার(১ এপ্রিল) দুপুরে বগুড়া জেলা প্রশাসন মোঃ সাইফুল ইসলামের নির্দেশনায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানা শহরের ফতেহ আলী বাজারের মাছ ও মুরগী বাজার সংলগ্ন “মামুন হলুদ ঘর”এ অভিযান পরিচালনা করেন।
এ সময় হলুদ ও মরিচের গুঁড়োর সাথে ধানের তুষ ও ক্ষতিকারক রং মিশিয়ে ভেজাল খাদ্য উৎপাদনের দায়ে ৫০(পঞ্চাশ) হাজার টাকা জরিমানা করা হয়।
সেই সাথে মিলের অস্বাস্থ্যকর পরিবেশ দূরীকরণের লক্ষে ১৫ দিনের মধ্যে মিল ঘরের মেঝে পাকা করণ ও দেয়াল টাইলস করার নির্দেশনা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানা।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিতি ছিলেন বগুড়া পৌরসভার সেনেটারী ইন্সপেক্টর শাহ আলী, এএসআই সোলায়মান সহ সঙ্গীয় ফোর্স।
এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানা বলেন,ডিসি স্যারের নির্দেশনায় পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে আমার নিয়মিত বাজার পরদর্শন করছি।
এর ধারাবাহিকতার শহরের কাঠালতলা মোড়ে একটি ভ্যানগাড়ি দেখে সন্দেহ হলে ওই ভ্যানগাড়িটি আটক করে চালককে জিজ্ঞাবাদ করলে ভ্যানে বস্তাভর্তি তুষের কথা স্বীকার করে,এবং এগুলো ফতেহ আলী বাজারে মামুন হলুদ মিলে ডেলিভারি করা হচ্ছে বলেও জানায়।
সাথে সাথে মামুন হলুদ মিলে এসে মিলের অস্বাস্থ্যকর পরিবেশ ও হলুদ এবং মরিচের গুঁড়োর সাথে তুষের গুঁড়ো ও ক্ষতিকর রং মিশিয়ে ভেজাল খাদ্য উৎপাদনের সত্যাতা পাওয়া যায়।
এ অপরাধে মিল মালিককে ৫০(পঞ্চাশ) হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সেই সাথে আগামী ১৫ দিনের মধ্যে মেঝে ও দেয়াল টাইলস করার নির্দেশনা প্রদান করা হয়েছে। মেঝে ও দেয়াল ১৫ দিনের মধ্যে টাইলস না করা হলে মিল সিলগালা করা হবে।
তিনি আরও জানান, জনস্বার্থ এ ধরনের অভিযান চলমান থাকবে।