কুবি শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

আপডেট: April 3, 2023 |
inbound4068770144666054257
print news

কুবি প্রতিনিধি, এমদাদুল হক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগের ষষ্ঠ আবর্তনের শিক্ষার্থী মাহমুদা আক্তার সেতুর উপর মোতালেব (জেঠাতো ভাই) কর্তৃক বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়।

সোমবার (৩ই এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাষ্কর্যের সামনে দুপুর ১২ টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ এই মানববন্ধন করে।

আইন বিভাগের শিক্ষার্থী ওসমানী রাকিব বলেন, ‘সেতুকে নির্মম ভাবে আহত করা হয়েছে। এই সেতু কারো বোন কারো বন্ধু। তার ছোট একটা মুখে ১৪ টা সেলাই লেগেছে।

অপরাধীকে গ্রেফতার করার পর একদিনও আটকে রাখা যায়নি। অপরাধী এখন বাইরে ঘুরছে। অপরাধীকে গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হোক।’

মানববন্ধনের সমন্বয়ক সাকিব হোসেন বলেন, ‘আমরা দ্রুত অপরাধীর বিচার চাই। আজকে রোজা রেখেও প্রতিবাদের জন্যে আমরা একত্রিত হয়েছি।

যদি অপরাধীর দ্রুত শাস্তির ব্যবস্থা করা না হয় তাহলে আমরা আমাদের প্রতিবাদ কার্যক্রম চালিয়ে যাবো।’

Share Now

এই বিভাগের আরও খবর