জাতীয় ক্রীড়া দিবস আজ

আপডেট: April 6, 2023 |
ক্রীড়া দিবস
print news

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল)। এ দিনে নানা কর্মসূচি হাতে নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) এবং দেশের বিভিন্ন ক্রীড়া ফেডারেশন, অ্যাসোসিয়েশন ও সংস্থা।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপির নেতৃত্বে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় এক বর্ণাঢ্য র‌্যালির মধ্যে দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে বাংলাদেশ সচিবালয় প্রদক্ষিণ করে এনএসসিতে গিয়ে শেষ হয়।

এছাড়া দিবসটি উপলক্ষে এলিট একাডেমির ফুটবলারদের লাল ও সবুজ দলে বিভক্ত করে একটি প্রদর্শনী ফুটবল ম্যাচের আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফে ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে ম্যাচটি শুরু হবে বিকেল পৌনে ৪টায়।

Share Now

এই বিভাগের আরও খবর