সদরপুরে স্পট ডিলিং লাইসেন্স বিতরণ অনুষ্ঠান

আপডেট: April 6, 2023 |
boishakhinews24.net 77
print news

তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. কামরুল আহসান তালুকদার পিএএ এর উদ্যোগে সদরপুর উপজেলায় স্পট ডিলিং লাইসেন্স ব্যবসায়ীদের মধ্যে বিতরণ করা হয়েছে।

সদরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে উপজেলা হলরুমে বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সম্মানিত অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব বিপুল চন্দ্র দাস, প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা,থানার অফিসার ইনচার্জ জনাব সুব্রত গোলদার আরো উপস্থিত ছিলেন সদরপুর বাজারের ব্যবসায়ীরা, বণিক সমিতির সাধারন সম্পাদক এবং সাংবাদিকসহ অন্যান্য কর্মকর্তাগণ।

অনুষ্ঠানের সম্মানিত অতিথি জনাব বিপুল চন্দ্র দাস জানান, মোট ২০ প্রকারের ব্যবসায়ীদের এই স্পট ডিলিং লাইসেন্স করতে হবে। সুতা, কাপড়, সাইকেল, বেবী ফুড, তেল, স্বর্ন, সাবান, কাচ, সেনিটারী, চিনি, কাগজ, লৌহজাতসহ মোট ২০ প্রকারের ব্যবসায়ীদের এ লাইসেন্স করতে হবে।

তিনি আরও বলেন, সদপুরে লাইসেন্স পেতে প্রায় ৭০০ জন ব্যবসায়ী ইতিমধ্যে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় আবেদন করেছেন।

এ ডিলিং লাইসেন্স না থাকলে বা নবায়ন না করে উক্ত ২০ প্রকারের ব্যাবসা প্রতিষ্ঠান পরিচালনা করলে, অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন,১৯৫৬ মোতাবেক আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share Now

এই বিভাগের আরও খবর