গুরুদাসপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ

আপডেট: April 6, 2023 |
boishakhinews24.net 78
print news

ইমাম হাছাইন পিন্টু নাটোর প্রতিনিধি: প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মাধ্যমিক পর্যায়ে নবম ও দশম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক জনশুমারি ও গৃহ গণনায় ব্যবহৃত ট্যাব বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) নাটোরের গুরুদাসপুর উপজেলা পরিসংখ্যান কার্যালয় ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয় ।

গুরুদাসপুর উপজেলা পরিসংখ্যান অফিসারের মোঃ ফেরদৌস আলম এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সেলিম আকতার।

গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়ের সভাপতিত্বে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুল কুদ্দুস এমপি নাটোর ৪।

এ সময় আরো উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলাল শেখ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোঃ রুকসানা আক্তার লিপি প্রমূখ।

উপজেলা মাধ্যমিক ও পরিসংখ্যান অফিসের সূত্রে জানা যায় মোঃ আনিসুর রহমান, মোহাম্মদ জালাল উদ্দিন শক্তি, মোহাম্মদ সিরাজুল ইসলাম, মোঃ হাবিবুর রহমান মোল্লা মোহাম্মদ ইউসুফ আলী সহ উপজেলার গুরুদাসপুর পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, চাঁচকৈড় নাজিমুদ্দিন স্কুল এন্ড কলেজ নাজিরপুর স্কুল,ধারাবাড়িষা উচ্চ বিদ্যালয়, বেগম রোকেয়া পাইলট গার্লস স্কুল এন্ড কলেজ, কাচিকাটা স্কুল এন্ড কলেজ, সাহিদা কাশেম বালিকা বিদ্যালয়, পুরুলিয়া উচ্চ বিদ্যালয়,হাসঁমারি উচ্চ বিদ্যালয়, শিকারপুর কৃষি কারিগরি উচ্চ বিদ্যালয় ও খুবজিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় সহ উপজেলার ২৯ টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের উপস্থিতিতে ১৭৪টি মেধাবী শিক্ষার্থীদের মাঝে এই ট্যাব বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ধারাবাহিক সুফলগুলো তুলে ধরেন

Share Now

এই বিভাগের আরও খবর