যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে কুপিয়ে হত্যা

আপডেট: April 13, 2023 |
inbound2647095657536683281
print news

মো. নাঈম হাসান ঈমন ,ঝালকাঠি প্রতিনিধিঃ পিরোজপুরের কাউখালীতে পূর্ব বিরোধের জেরে নিজ বাড়ি থেকে ধরে নিয়ে এক যুবককে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা।

পরিবারের স্বজনরা আহত যুবককে উদ্ধার করে পার্শ্ববর্তী রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

বুধবার সন্ধ্যায় কাউখালী উপজেলার শিয়ালকাঠি চৌরাস্তায় এ ঘটনা ঘটে। নিহত ঐ যুবকের নাম মো. হাসিব বয়াতী (২৬)। সে কাউখালী উপজেলার শিয়ালকাঠী এলাকার মো. ইউনুচ বয়াতীর ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, হাসিবের বাবা ইউনুস বয়াতীর সাথে প্রতিবেশী সাবেক ইউপি সদস্য মহারাজের সাথে পূর্ব থেকেই পারিবারিক বিভিন্ন দ্ব›দ্ব চলে আসছিলো।

বুধবার (১২ এপ্রিল) ইফতারির পূর্বেও দুই পরিবারের মধ্যে কথাকাটাকাটি হয়। এর জের ধরে ইফতারির সময় মহারাজ ও তার দুই ছেলেসহ ভাড়াটে সন্ত্রাসীরা হাসিবকে তার বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে বাড়ির কাছের মাসজিদের বাগানে মাথাসহ শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে জখম করে ফেলে রেখে চলে যায়।

এসময় স্বজনরা গিয়ে হাসিবকে উদ্ধার করে পার্শবর্তী রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করে।

খবরে পেয়ে রাজাপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রুবাইয়া শারমিন জানান, শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক যখম ও রক্তক্ষরণে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়েছে।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, লাশের সুরতহাল শেষে বৃহস্পতিবার সকালে ময়না তদন্তে ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কাউখালী থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও তিনি জানায়।

Share Now

এই বিভাগের আরও খবর