রাজাপুরে কুকুর হত্যার অভিযোগে নারীসহ আটক ২

আপডেট: April 13, 2023 |
inbound158374646801044350
print news

মো. নাঈম হাসান ঈমন ,ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরের ভাতকাঠি এলাকার খলিলুর রহমানের পালিত কুকুরকে হত্যার অভিযোগে সেলিনা বেগম ও স্বপন নামে দুজনকে আটক করেছে পুলিশ।

বুধবার রাতে ওই এলাকা থেকে তাদের আটক করা হয়। ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহিতুল ইসলাম জানান, গৃহপালিত কুকুরকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে।

বিষয়টি ফেসবুকে ভাইরায় হওয়ায় জড়িত দুজনকে আটক করা হলে তারা নিজেদের দোষ স্বীকার করে ভুলের জন্য ক্ষমা চাইলে মুচলেকা রেখে তাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিন সুরু মিয়ার জিম্মায় দেয়া হয়।

কুকুরের মালিকও এ ঘটনায় কোন লিখিত অভিযোগ দেয়নি। বন্যপানি রক্ষায় সকলকে সচেতন ও মানবিক হবারও আহবান জানান পুলিশের এ কর্মকর্তা।

এ অভিযানে সহযোগীতা করেছেন সেচ্ছাসেবি সংগঠন রবিনহুড দ্য অ্যানিমেল রেসকিউয়ার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আফজাল খানসহ ওই সংগঠনের একদল সেচ্ছাসেবী।

Share Now

এই বিভাগের আরও খবর