সিংগাইরে সাবেক এমপি এসএম আব্দুল মান্নানের উদ‍্যোগে ইফতার ও দোয়া মাহফিল

আপডেট: April 17, 2023 |
inbound5377209394501434132
print news

সোহরাব হোসেন, সিংগাইর প্রতিনিধি : জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য এসএম আব্দুল মান্নানের উদ‍্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

inbound9165922940444906070

রোববার (১৬ এপ্রিল ) তার নিজ বাড়ি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্ত্তা গ্রামে ইফতার পূর্ব আলোচনায় এসএম আব্দুল মান্নান তার আমেরিকা প্রবাসী সদ‍্য প্রয়াত ছোট ভাই আব্দুস সালামের রুহের মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া চান।

সেই সঙ্গে আগামী দিনগুলোতে এলাকাবাসিকে তার পাশে থেকে সহযোগিতা করারও আহবান জানান তিনি ।

এসময় অন‍্যান‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ‍্যাড. আব্দুস সালাম পিপি, সিংগাইর উপজেলা পরিষদ চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক হাজি আব্দুল মাজেদ খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. শারমিন আক্তার, চান্দহর ইউপি চেয়ারম্যান মো. শওকত হোসেন বাদল, জয়মন্টপ ইউপি চেয়ারম্যান ইঞ্জি. মো. শাহাদৎ হোসেন, ধল্লা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ  জাহিদুল ইসলাম ভূইঁয়া, জামির্ত্তা ইউপি চেয়ারম্যান মো. আবুল হোসেন মোল্লা, জেলা পরিষদ সদস্য মো. তমিজ উদ্দিন প্রমুখ। ইফতার ও দোয়া মাহফিলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্থানীয় গণ‍্যমান‍্য ব্যক্তিবর্গসহ ৭ শতাধিক লোক অংশ নেন।

Share Now

এই বিভাগের আরও খবর