নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প

আপডেট: April 24, 2023 |
ছবি 16
print news

নিউজিল্যান্ডের কেরমাডেক দ্বীপপুঞ্জে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

বাংলাদেশ সময় সোমবার (২৪ এপ্রিল) সকাল ৬টা ৪১ মিনিটের দিকে ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ ​​কিলোমিটার।

শক্তিশালী এই ভূমিকম্পের পর উপকূলীয় এলাকার লোকজনকে দ্রুত নিরাপদে সরে যাওয়ার আহ্বান জানায় নিউজিল্যান্ডের জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা (এনএএমএ)। অবশ্য বেশ কিছু সময় পর্যবেক্ষণ শেষে কোনো সুনামির শঙ্কা নেই বলে আশ্বস্ত করে কর্তৃপক্ষ।

এক বিবৃতিতে সংস্থাটি জানায়, কেরমাডেক দ্বীপপুঞ্জে ভূমিকম্পের পর সুনামির কোনো হুমকি নেই। প্রাথমিকভাবে ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির তথ্য জানায়নি কর্তৃপক্ষ।

গত ১৬ মার্চ একই দ্বীপপুঞ্জে ৭ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। ওই সময় সুনামি সতর্কতা জারি করা হলেও কিছু সময় পর তুলে নেয়া হয়।

Share Now

এই বিভাগের আরও খবর