বগুড়ায় ১৪ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ১

আপডেট: April 24, 2023 |
Boishakhinews24.net 331
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে ১৪ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ হেলাল (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব।

সোমবার (২৪ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তি বগুড়ার আদমদীঘি উপজেলার গোহাটি বাজারে অভিযান পরিচালনা করে ১৪ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ হেলালকে গ্রেফতার করা হয়। এসময় মাদক বহনের একটি পিকআপ জব্দ করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হেলাল ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলাধীন মনিঅন্ধ গ্রামের মৃত-আহম্মদ হোসেনের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১২ বগুড়ার সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম।

র‍্যাব-১২ বগুড়া কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্হানে অভিযান পরিচালনা করে ১৪ কেজি ৮০০ গ্রাম গাঁজা,একটি পিকআপ, দুটি সিম কাড ও মোবাইলসহ হেলালকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হেলালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদমদীঘি থানায় হস্তান্তর করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর