ছুটি শেষে ট্রেনে স্বস্তিতে ফিরছে মানুষ

আপডেট: April 25, 2023 |
inbound8679180196171567208
print news

ঈদের ছুটি শেষে গতকাল সোমবার থেকে খুলেছে সরকারি-বেসরকারি অফিস। পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে ঈদের চতুর্থ দিনে অনেকেই ফিরছে ঢাকায়।

রাজধানীর কমলাপুরে দেশের বিভিন্ন এলাকা থেকে সকাল ১০টা নাগাদ ১৫টি ট্রেন পৌঁছেছে। এসব ট্রেনে চড়ে যাত্রীরা অনেকটা স্বস্তিতেই ফিরছে চিরচেনা নগরীতে।

আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে রাজধানীতে ফেরা যাত্রীদের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে।

এবারই প্রথম ট্রেনের টিকিট শতভাগ অনলাইনে দেওয়া হয়। ঈদযাত্রা ও ফেরার অগ্রিম টিকিট অনলাইনেই কেটেছেন যাত্রীরা।

ঈদের ছুটি শেষে যেসব যাত্রীরা টিকিট কাটতে পেরেছেন তারা অনেকটা স্বস্তিতেই রাজধানীতে ফিরছেন। নির্ধারিত সময়ে এসব ট্রেন ছেড়ে আসছে।

তবে কমলাপুরে পৌঁছাতে ১০ থেকে ৩০ মিনিট পর্যন্ত বিলম্ব হচ্ছে কোনো কোনো ট্রেন। সকাল ১০টা নাগাদ ৯টি আন্তঃনগর ও ৬টি কমিউটারসহ মোট ১৫টি ট্রেন পৌঁছেছে কমলাপুরে।

অগ্নিবীণা এক্সপ্রেসের যাত্রী জামাল বলেন, ‘টিকিট আগেই অনলাইনে পেয়েছি। নির্ধারিত সময়েই ট্রেন ছেড়েছে। অনেকটা স্বস্তি নিয়েই ট্রেনে ঢাকায় ফিরেছি।’

সুমনা নামের এক নারী বলেন, ‘দেশের বাড়িতে ঈদ করলাম। ঈদের ছুটি শেষে আবার ঢাকায় ফিরলাম। ট্রেনে এবার তেমন ভোগান্তি হয়নি।’

বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা শাহ আলম কিরণ শিশির বলেন, এবার ঈদযাত্রা কিছুটা স্বস্তিদায়ক হয়েছে। সামনে আরও কীভাবে ট্রেনযাত্রা সহজ করা যায় আমরা সে চেষ্টা করবো। আজও ৫৪ জোড়া ট্রেন চলাচল করছে। যাত্রীরা নিরাপদে ঢাকায় ফিরছেন।

Share Now

এই বিভাগের আরও খবর